বাক-প্রত্যঙ্গের সাহায্যে মানুষ ধ্বনি উচ্চারণ করে এবং কথা বলে। ধ্বনি উচ্চারণের সুবিধার জন্য মানুষের শরীরে নানা সহায়ক অঙ্গ আছে। সেই সহায়ক অঙ্গগুলোকে বাক প্রত্যঙ্গ বলা হয়। বাক-প্রত্যঙ্গগুলো হলো: ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালি, মুখগহবর, জিহবা, দাঁত, ঠোঁট, নাক ।