Sunday, August 9, 2015

খাঁটি বাংলা উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি।
যথা- অজ, অ, ভর, স, অঘা, সা, অনা, হা, আন, পাতি, আব, ইতি, কদ, কু, উন, সু, রাম, বি, আড়, আ, নি

 অজ= অজপাড়া গাঁ

অ = অবেলা, অকাজ

ভর = ভরদুপুর

হা = হা-ভাত

পাতি = পাতিহাস, পাতিনেতা

রাম = রামছাগল

সু = সুসংবাদ, সুখ্যাতি

কু = কুকথা, কুবুদ্ধি

অনা = অনাহারী, অনাদর

বি = বিবস্ত্র, বিনিদ্রা 

নি = নিখুত

স = সঠিক


ছন্দে ছন্দে খাটি বাংলা উপসর্গঃ

#"আড়"চোখে #"রাম",
# "অজ"মূর্খ #"অঘা"রাম|
# "হা"ভাতে #"পাতি"হাঁস,
#"নি"খুত #"ইতি"হাস|
#"কদা"কারে #"ঊ"নিশ,
# "স"ঠিকে #"বি"শ|
# "অনা"চারে# "কু"নজর,
#"অ"পয়াকে #"সু"নজর|
# "আব"ছায়ায় #"আন"চান,
#"ভর"পেটে #"সা"বধান|
# "আ"গাছাকে #"বি"নাশ,
# "কু"শাসনে # "স"র্বনাশ|.